1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

মিঠাপুকুরে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, দুই মাদকসেবীকে গণপিটুনি

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৬ বার পাঠ করা হয়েছে
ছবি সংগ্রহীত

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরু মাটিতে পুঁতে রাখার পর আবার উত্তোলন করে সেই গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে মোকছেদুল ও আসাদ নামে দুই মাদকসেবীর বিরুদ্ধে।

বিষয়টি টের পেলে তাদের আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, তারা মাদক কেনার টাকার জন্য এমন ঘটনা ঘটিয়েছে।

শনিবার (১৪ জুন) উপজেলার রাণীপুকুর ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক মাদকসেবী আসাদ মিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও মোকছেদুল মিয়া একই গ্রামের নওসাদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় সাইফুল মিয়া বলেন, আটক দুইজন শুধু মাদকসেবী নয়, তারা চোরচক্রের সাথেও জড়িত। এরআগে একাধিকবার চুরি করতে গিয়ে ধরা পড়ে মোকছেদুল। জেল থেকে বেরিয়ে আবারও চুরি সহ বিভিন্ন অন্যায় কাজ করছে।

ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া গরুর মালিক মজনু মিয়া বলেন, কিছুদিন আগে গরুটি ভাইরাসে আক্রান্ত হয়। তারপর থেকে গরুটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। মশারির ভিতরে রেখে অনেক চিকিৎসাও করেছি। অবশেষে শনিবার রাতে গরুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সকালে মৃত গরুটি মাটিতে পুঁতে ফেলার জন্য মোকসেদুল ও আসাদ নামে দুইজনকে ৪০০ টাকা দেই। তারা গরুটি মাটিতে পুঁতেও রাখে। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারি মাংস বিক্রির উদ্যেশ্যে তারা গরুটিকে আবার মাটি থেকে উত্তোলন করে। এসময় তাদের আটক করে উত্তম-মধ্যম দেয় স্থানীয়রা।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com