স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়াসিম মিয়া নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে বৈরাতিহাটের ভাতের হোটেল ব্যবসায়িকে মারপিট ও মাথা ফাটিয়ে দিয়েছেন। এমনকি তালা লাগিয়ে দিয়েছে হোটেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করান।
হোটেল মালিক হলেন মির্জাপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের আলমগীর হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হোটেল ব্যবসায়ি আলমগীর মিয়া প্রতি হাটবারের মত বৈরাতি গরুহাটিতে ভাতের হোটেল খুলে বসেন। টিউবওয়েলের পানি তোলা নিয়ে স্থানীয় এক শ্রমিকের সাথে বাকবিতন্ডা হয়। পরে ওই শ্রমিকের পক্ষ নিয়ে ওয়াসিম মিয়া, মতু মিয়া ও তার ভাই মিলে বেধরক মারপিট করে ও মাথা ফাটিয়ে দেয়। এসময় তারা দোকান ভাংচুর, মালামাল লুটপাট ও নগদ টাকা নিয়ে যায় বলে দাবি করেছেন মারপিটের শিকার আলমগীর মিয়া। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
হোটেল ব্যবসায়ি আলমগীর মিয়া বলেন, ওয়াসিম ও তার লোকজন মারপিটের পর আমার দোকানে তালা লাগিয়ে রেখেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। ওরা আমাকে মামলা না করতে হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
অভিযুক্ত ওয়াসিম মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি শুনেছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply