স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে ১৬৭ জন পরীক্ষারথীর মধ্যে ১৫৩ জন পাস করেছে। এরমথ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। অপরদিকে শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩১৮ জন পরীক্ষারথী ছিল এরমধ্যে ২৪৬ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন।
শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতায় এমন ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।
এদিকে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।
কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ। দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।
প্রসঙ্গত, রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৬২ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৬ ও ছাত্রী হচ্ছে ৭ হাজার ৫৪৬ জন।
এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফলাফল করেছে। ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭৮ এবং ছাত্রদের ৬৪ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।
বিভাগের আটটি জেলার ২ হাজার ৭৮২টি বিদ্যালয়ের মধ্যে কোনো পরীক্ষার্থী পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৩টি। শতকরা ১০০ ভাগ পাস করা বিদ্যালয় রয়েছে ৪৮টি।
গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩। সেই হিসাবে এবার পাসের হার কমেছে। জিপিএ প্রাপ্তিতেও এই হার কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫।
এম কন্ঠ /এস
Leave a Reply