স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগাছায় বউভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার দেউতি এলাকার জব্বারের দোকানসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রংপুর নগরের নজিরের হাট এলাকার শান্তা রাণী (৫০), বাবুপাড়ার অমৃত বালা (৮০) ও পীরগঞ্জের হিটলু মিয়া (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী গ্রামে একটি বিয়েবাড়িতে বউভাতের দাওয়াতে গিয়েছিলেন।
ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
এম কন্ঠ/এস
Leave a Reply