অনলাইন ডেস্ক:
মুনতা মনসুর মাহি (১১) স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন। সকালে ঘুম থেকে উঠে মাহি ফজরের নামাজ আদায় করে কোরআন শরিফ পড়ছিল।
পরে অন্য একটি কক্ষ থেকে বই আনতে গেলে একটি বিষধর সাপ তাকে কপালে কামড় দেয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার চমেক হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত মুনতা মনসুর মাহি (১১) পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্রগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের ছত্তরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাহি ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা মনসুর উদ্দিনের মেয়ে।
মাহির চাচা বলেন, সাপটি ঘরের ভেতরেই ছিল। কামড় দেওয়ার পরপরই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হলো না।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহি মেধাবী ও ভদ্র একটি মেয়ে ছিল। তার এমন মৃত্যু সবাইকে ব্যথিত করেছে।
এম কন্ঠ /এস/২০২৫
Leave a Reply