স্টাফ রিপোর্টার
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় ২০ টি মসজিদ মাদ্রাসায় ১২৩ টি আম কাঁঠাল গাছ বিতরণ করা হয়।
রোববার (২০ জুলাই) বিকাল ৪ টার সময় উপজেলার ভাংনী ইউনিয়নের বেতগাড়ায় মৌলভী আনিছুর রহমান ইসলামী ইনস্টিটিউট ও লিল্লাহ বোডিং মাঠে বৃক্ষরোপণের উদ্বোধন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ ও গাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহানত আলী, সহ সাধারণ সম্পাদক সুমন মিয়া, মিডিয়া সম্পাদক খন্দকার রাকিবুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম অনিক, অর্থ-সম্পাদক আসাদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সাধারণ সম্পাদক কিয়াম বাবু, স্বেচ্ছাসেবী কাইয়ুম ইসলাম, নীরব ইসলাম, রাসেল ইসলাম, নাজমুল সহ স্থানীয় লোকজন।
এবিষয়ে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনেশন ও দারিদ্র্য সহায়তা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শাহানত আলী বলেন, ২০২৪ সালের ২৬ মে প্রতিষ্ঠার পর থেকেই আমরা নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছি।আজ আমরা ২০ টি মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপণের উদ্দেশ্যে গাছ বিতরণ করলাম। এর আগে আমরা ১০২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। এছাড়া রক্তদান করা এবং যুব সমাজকে রক্তদানে উৎসাহিত করা, হত দরিদ্র অসহায় পরিবারদের পাশে দাঁড়ানো, মসজিদ মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ, নতুন মসজিদ এর কাজে অংশ গ্রহন করা, শীতের কাপড় বিতরণ, বৃক্ষ রোপন কর্মসুচি, রমজান মাসে মসজিদ মাদ্রাসায় ইফতার মাহফিল, দুস্থদের ঈদ বাজার উপহার, গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায় মানুষকে সাহায্যের মাধ্যমে কর্ম সংস্থান করে দেওয়াসহ সামাজিক বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
এম কন্ঠ /এস/২০২৫
Leave a Reply