1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়ের মাঠে পড়ে আছে বিশাল গাছ, ঝুঁকি নিয়েই চলছে পাঠদান ও খেলাধুলা মিঠাপুকুরে মসজিদের জমি দখল, সরকারের হস্তক্ষেপ কামনা রংপুরে বাবা হত্যার বিচার দাবিতে শহীদ মিনারে সন্তানরা রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি, আয়োজক আমিরাত রংপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ গ্রেফতার,১ মিঠাপুকুরে আদালতের রায় অবমাননা করে জমি দখলের চেষ্টা, থানায় মিথ্যা অভিযোগ! মিঠাপুকুরে ঝুকিপূর্ণ মাদরাসা ভবনে চলছে পাঠদান, নিরব সংশ্লিষ্টরা ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না’ পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০

২৪ জুলাই থেকে কলেজে ভর্তির আবেদন শুরু, বাড়ছে ফি

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পাঠ করা হয়েছে

শিক্ষাঙ্গন ডেস্ক:
চলতি বছর একাদশ শ্রেণির ভর্তিতে এবার কোটাব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। এ ছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি ৭০ টাকা বাড়ানো হচ্ছে। আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৪ জুলাই, যা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

ভর্তির কাজ শেষ করে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এমন কিছু নতুন বিষয় যুক্ত করে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫-এর খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (২২ জুলাই) প্রস্তাবিত নীতিমালার খসড়া চূড়ান্ত করতে একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও রাজধানীর ৩৫টি বড় কলেজের অধ্যক্ষদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এবার একাদশ শ্রেণির ভর্তিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বড় পরিবর্তন, ভর্তিতে যে কোটাব্যবস্থা বিদ্যমান রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা সংযোজন করা হয়েছে। তবে, এই কোটা সর্বোচ্চ এ বছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে, এমনও আলোচনা হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে।

প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী, ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা করা হয়েছে।

একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।

ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু বিষয়ে খসড়া নীতিমালায় বলা হয়, অনলাইনে আবেদন গ্রহণ বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে ২১ আগস্ট (রাত ৮টা পর্যন্ত)। আর প্রথম পর্যায়ের নিশ্চায়ন করতে হবে ২৫ আগস্ট (রাত ৮টা পর্যন্ত)। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ২৬-২৮ আগস্ট। এ পর্যায়ের ফল প্রকাশ হবে ৩১ আগস্ট (রাত ৮টায়)। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ৫-৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর (রাত ৮টায়)।
সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর। ভর্তি শুরু হবে ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ৩০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে একাদশ শ্রেণির।

এম কন্ঠ/এস/২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com