অনলাইন ডেস্ক:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরটি পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়েছে। ছোট ছোট শিশুদের স্বপ্নভঙ্গ আর আর্তনাদের এই মর্মান্তিক দৃশ্য শিরোনাম হয়ে ছাপা পড়েছে দেশের শীর্ষস্থানীয় সব দৈনিক পত্রিকায়। আজকের সব পত্রিকাই এই বিভীষিকাকে আট কলামে ব্যানার লিড করেছে।
কালের কণ্ঠ লিখেছে— ‘মর্মান্তিক বিভীষিকা, শোকার্ত দেশ’, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম— ‘স্কুলে বিমান বিধ্বস্তে লাশের সারি’, প্রথম আলো লিখেছে— ‘স্কুলে ভেঙে পড়ল বিমান, নিহত ২২’, সমকালের শিরোনাম— ‘শিশুদের আর্তনাদ, স্বজনের কান্নার এক দিন’, যুগান্তর লিখেছে— ‘জাতির কাঁধে সন্তানের লাশ’, ইত্তেফাকে ‘বড় বেদনাবিধুর প্রাণের বিয়োগ’, নয়াদিগন্ত লিখেছে— ‘উত্তরা ট্র্যাজেডিতে স্তব্ধ দেশ’, বণিক বার্তা লিখেছে— ‘উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, শিক্ষার্থীসহ নিহত অন্তত ২২’, আজকের পত্রিকায় এসেছে, ‘শিশুদের উচ্ছ্বাস ভেসে গেল আর্তনাদে’, দেশ রূপান্তরের শিরোনাম— ‘স্কুলে বিধ্বস্ত বিমান, কাঁদছে দেশ’, কালবেলায় ‘যেন আকাশ ভেঙে পড়ল!’, ইনকিলাবে ‘বিভীষিকাময় উত্তরা ট্র্যাজেডি’, জনকণ্ঠ করেছে ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত’, আমাদের সময়ে এসেছে ‘শোকে মুহ্যমান সারাদেশ’, আর মানবজমিনের শিরোনাম শুধু এক শব্দেই এই ভয়াবহতা প্রকাশ করেছে— ‘বিভীষিকা’।
শিরোনামগুলো একের পর এক পড়তে পড়তেই বুকটা হুহু করে ওঠে। কত স্বপ্ন, কত প্রাণ নিমেষেই ঝরে গেল! এ যেন এক বিভীষিকাময় দিনের ক্ষত, যা পুরো জাতিকে কাঁদিয়ে গেল। অধিকাংশ পত্রিকার পাতাজুড়েই যেন ভয়াবহ ক্ষতের দগদগে চিহ্ন।
কালের কণ্ঠের সেকেন্ড লিড— ‘সর্বত্র শুধুই আহাজারি, কান্না, হাহাকার’, বাংলাদেশ প্রতিদিন লিখেছে— ‘কী ঘটেছিল বিমানটিতে’, প্রথম আলোয় এসেছে— ‘কেউ দেয়ালে মাথা ঠেকিয়ে, কেউ স্কুলড্রেস ধরে কাঁদছিলেন’, সমকালের শিরোনাম— ‘বাইরে সাইরেন-হুইসেল, ভেতরে রক্তের জন্য ছোটাছুটি’, যুগান্তর লিখেছে— ‘বার্ন ইনস্টিটিউটে স্বজনের আহাজারি, অপেক্ষা’, ইত্তেফাকের হৃদয়বিদারক শিরোনাম— ‘আল্লাহ, আমার সন্তানকে ফিরাইয়া দাও’, নয়াদিগন্ত লিখেছে— ‘আজ রাষ্ট্রীয় শোক’, বণিক বারতার সেকেন্ড লিড— ‘বারবার কেন ঘটছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা?’, আজকের কাগজ লিখেছে— ‘মাইলস্টোনের আঙিনায় পোড়া শরীর ও বইখাতা’, দেশ রূপান্তরের শিরোনাম— ‘এফোঁড়-ওফোঁড় দুটি ক্লাসরুম’, কালবেলায় ,রক্ত আছে রক্ত…?’, ইনকিলাবে ‘বার্ন ইনস্টিটিউটে স্বজনদের আহাজারি’, জনকণ্ঠ করেছে ‘রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মহলের শোক’, আমাদের সময়ে ‘জনবহুল এলাকায় পাইলট প্রশিক্ষণ বন্ধের দাবি’, আর মানবজমিন লিখেছে— ‘ঘনবসতি এলাকায় বিমান ওঠানামা ঝুঁকিপূর্ণ’।
শিরোনামগুলো একের পর এক পড়তে পড়তে চোখের কোণে অজান্তেই জল জমে যায়। যেন পুরো একটি প্রজন্মের স্বপ্ন মাটির সঙ্গে মিশে গেল। প্রতিটি শব্দ, প্রতিটি ছবি কেবল একটাই কথা বলে— এই শোক কোনো কাগজের পাতায় মাপা যায় না।
এম কন্ঠ/এস/২০২৫
Leave a Reply