বিনোদন ডেস্ক:
চোখে পানি, মুখে কষ্টের ছাপ_থালা হাতে কেন কাঁদছেন শাকিব খান? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শাকিব খানের এমন একটি ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন তবে রহস্য খুব বেশি সময় স্থায়ী হয়নি।
ছবিটি মূলত এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’-এর একটি দৃশ্যের স্থিরচিত্র। সেখানে শাকিব খানকে দেখা যায় বন্দি অবস্থায় ভাত খেতে, অবসন্ন চেহারায় এক গভীর আবেগ ফুটে উঠেছে।
ছবিটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের পাশাপাশি প্রশংসা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। নির্মাতা দেবাশীষ বিশ্বাস নিজের ফেসবুকে লিখেছেন, আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।
‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান মন্তব্য করেন, যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা শুধু অভিনয় নয়, সেটা আধিপত্য। পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!
ছবিগুলোর পেছনে রয়েছেন চিত্রগ্রাহক ফারহান রোমান। ছবিগুলো তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, একজন ফটোগ্রাফারের ছবি তখনই সফল, যখন তা কথা বলে। আর সেই ছবির মানুষটি যদি হন শাকিব খান।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে দেশের ১০০’র বেশি প্রেক্ষাগৃহে। শুরুতে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতেই চলেছে ২৮টি শো। এতে শাকিব খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।
এম কন্ঠ/এস/২০২৫
Leave a Reply