1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেতু আছে, সড়ক নেই: বাঁশের মইয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ হাজার মানুষ মিঠাপুকুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক আত্মগোপনে স্বামী, পুত্রবধূকে ঘর ছাড়া করতে শশুর-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উত্তরের নদীতে বাড়ছে পানি, বন্যার পদধ্বনি-সতর্কতা জারি রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশু খুন রংপুর সহ ৪৮ জেলায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ভাতা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের সিন্ডিকেট, এবার নবজাতকের মৃত্যু! মিঠাপুকুরের ঐতিহাসিক পুকুরটি লিজ প্রদানে অনিয়মের অভিযোগ গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার ইসরায়েলের হামলার নিন্দা, কাতারে এক হচ্ছেন আরব-মুসলিম নেতারা

‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না’

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টার:
নিরাপত্তা বিশ্লেষক ও জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে সম্ভব না। এটি সভ্য গণতান্ত্রিক দেশেই শুধু সম্ভব। আমাদের দেশে প্রচলিত পদ্ধতি হলো পাস্ট দ্যা পোস্ট সিস্টেম। জনতার দল মনে করে দেশে চলমান সংসদের জন্য বর্তমান নির্বাচন পদ্ধতি ভালো। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ভালো। এটি হলে উচ্চকক্ষে প্রত্যেক দলের প্রতিনিধি থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার দলের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল বলেন, জুলাই বিপ্লব নিয়ে মানুষের গভীর আকাঙ্খা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সংস্কার, বিচার ও নির্বাচনের এজেন্ডা নিয়ে সরকার যে ঘোষণা দিয়েছিল তা সামাল দিতে পারছে না। সংস্কার বলতে দেখতে পাচ্ছি, খুব ছোট খাটো বিষয় ছাড়া জাতীয় ঐক্যমত কমিশনে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো মত ঐক্য পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি কমিশন সংস্কার নিয়ে বেশি দূর এগোতে পারবে না। অপরদিকে বিচার একটি লম্বা প্রক্রিয়া। অল্প সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব না। কিন্তু কিছু টোকেন হিসেবে বিচার করা গেলে যথেষ্ট। সরকারকে এখন নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণ অতিষ্ট ও ষড়যন্ত্র থেকে মুক্তি চায়। আপাতত নির্বাচন দিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি পর্যায়ে যেতে পারলে সেটিই হবে সরকারের সর্বোত্তম পন্থা।

মামলা নিয়ে তিনি বলেন, অভ্যুত্থানের মামলার টার্গেট হচ্ছে রাজনৈতিক দলের ব্যক্তিরা না, টার্গেট হচ্ছেন টাকাওয়ালা লোক। একটা মামলার আসামি ৭০ থেকে ৮০ জন, সাথে আরও ২শ জনকে যুক্ত করা হচ্ছে। চাঁদাবাজরা যাদের কাছে টাকা আছে, তাদের নামে মামলা দিচ্ছে। আমার পরিচিত একজন মিথ্যা মামলায় জামিন নিয়ে হজ করতে গিয়েছিলেন। হজ থেকে ফিরে এসে দেখেন তার নামে আবারও মামলা হয়েছে। একটি দল চাচ্ছে না বর্তমানে কেউ মাথা তুলে দাঁড়াক।

শামীম কামাল আরও বলেন, শিক্ষিত, সৎ, দেশ প্রেমিক, চরিত্রবান মানুষেরা আমাদের দলের প্রার্থী হবেন। কোনো ধরনের চোর, ডাকাত, অর্থ পাচারকারী, মামলাবাজ, চাঁদাবাজদের জায়গা আমাদের দলে হবে না। বর্তমানে অনেকে আমাদের দলে আসতে ইচ্ছেপোষণ করেছেন। কিন্তু মামলার ভয়ে তারা প্রকাশ্যে আসতে পারছেন না। রংপুর বিভাগে ১২ থেকে ১৫ জন শক্তিশালী প্রার্থী রয়েছেন, তারা কেউই মঞ্চে আসতে চাচ্ছে না। দেশে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমি বলতে চাই, দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।

জনতার দলের মুখপাত্র ও মূখ্য সমন্বয়ক মেজর (অব) ডেল এইচ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব) সাব্বির আহমেদ, কর্ণেল (অব) আবুল কালাম মো. জাকি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খান, যুগ্ম মহাসচিব মেজর (অব) জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব) বদরুল আলম সিদ্দিকীসহ অন্যরা। সভায় রংপুর বিভাগের আট জেলা থেকে জনতার দলের নেতৃবৃন্দরা অংশ নেয়।

এম কন্ঠ/এস/২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com