স্পোর্টস ডেস্ক:
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট ছুড়ে দিয়ে ৭৪ রানে জিতেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে সমর্থ হয় সফরকারীরা।
মিরপুর শেরেবাংলায় আগের দুই ম্যাচ ছিল লো-স্কোরিং। আজই প্রথম বড় স্কোর হয়েছে। শক্তিশালী দলের বিপক্ষে বড় টার্গেট তাড়া করতে নেমে শোচনীয় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
একটি পর্যায়ে ২৫ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে ভর করে ১০৪ রান তুলতে পেরেছে তারা। ৭৪ রানের এ জয়ে ৩-০তে হোয়াইটওয়াশ এড়াতে সমর্থ হয়।
সালমান মির্জা ১৯ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মাদ নওয়াজ ও ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সাহিবজাদা ফারহান প্লেয়ার অব দ্য ম্যাচ ও জাকের আলী প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন।
Leave a Reply