অনলাইন ডেস্ক:
বাজার পরিস্থিতি সামলাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তরতর করে বাড়ছে ইলিশসহ প্রায় সব ধরনের মাছের দাম। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ক্রেতারা রীতিমতো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
ইলিশের এখন ভরা মৌসুম হলেও পর্যাপ্ত পরিমাণে মাছ ধরা পড়ছে না। এতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। অল্প যা কিছু আছে, দাম খুব চড়া।
৫০০ গ্রামের ইলিশ এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা কেজি, ৮০০ গ্রামের ইলিশ এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা, এক কেজির ইলিশ দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা ও দেড় কেজির ইলিশ দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৮০০ টাকা।
‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উপলক্ষে গত সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশে ইলিশের ভরা মৌসুম চলছে। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। এক কেজি সাইজের প্রতি কেজি ইলিশের দাম এখনো দুই হাজার ৫০০ টাকা। দাম নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এম কন্ঠ/এস/২০২৫
Leave a Reply