স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা কমিটির কার্যক্রম স্থগিতের কথাও বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।
গত বছরের ২৪ নভেম্বর ইমরান আহমেদকে আহ্বায়ক ও ডা. আশফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর কমিটি গঠনের পর থেকে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। একপর্যায়ে কমিটি থেকে অনেকেই পদত্যাগও করেন।
এম কন্ঠ/এস/২০২৫
Leave a Reply