ডেস্ক রিপোর্ট:
৫ আগস্ট অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ঘোষণা করবে। এই সনদে যেকোনো সময়ে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ জুলাই) গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।’ এ সময় ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানান বিএনপির এই নেতা।
যদিও মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানের দাওয়াত এখনও বিএনপি পায়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘৬ টি সংস্কার কমিশনের ১৯ টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে ৭টিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। ১২ টিতে একমত। জুলাই জাতীয় সনদ ২০২৫’র খসড়া সব রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। ৩০ তারিখেই কিছু সংশোধনসহ বিএনপির পক্ষ থেকে জবাব দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অনেকে রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা তারা বলতে পারে। এগুলো নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি। কিন্তু এগুলো নির্বাচন পিছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। শুধু সংবিধান সংশোধনের বিষয় বাদে বাকিসব বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে। কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া সংসদ ছাড়া কোন বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা যায়, সেটি তারা বলতে পারে। এটা বাঞ্ছনীয় নয়।’
জুলাই ঘোষণাপত্র নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। আমাদের কাছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে এর জবাবও দিয়েছি। কিন্তু জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত আর কোনো আলোচনা হয়নি। ৭ তারিখ যে ড্রাফট দিয়েছে আমাদের সেখানে তারা ২৬ শে মার্চকে উপস্থাপন করতে চাননি। এরসাথে দ্বিমত পোষণ করেছে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেব চতুর্থ তফসিলের মাধ্যমে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেয়া হলে, ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।’
এম কন্ঠ/এস/২০২৫
Leave a Reply