1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

ভেঙ্গে গেছে রাস্তা, ঝুকিতে পথচারী ও বিদ্যুতের খুটি!

  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পাঠ করা হয়েছে
রাস্তাটি ভেঙ্গে গিয়ে পাশের একটি বিদ্যুতের খুটির মাটি সরে গেছে।

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড থেকে রানীপুকুরগামী রাস্তার মোলংহাট মাদ্রাসামোড় (ফজলুর মোড়) অংশে বিশাল ভাঙ্গন দেখা দিয়েছে। রাস্তাটি ভেঙ্গে গিয়ে পাশের একটি বিদ্যুতের খুটির মাটি সরে গেছে। এতে চরম ঝুকি দেখা দিয়েছে। এলজিইডি’র তত্বাবধায়নে নির্মিত রাস্তাটি দিয়ে চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে ছোটবড় যানবাহনসহ পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙ্গা রাস্তা দিয়ে ঝুকি নিয়ে চলাচল করলেও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে না। অথচ রাস্তাগুলোর ভাঙ্গা অংশ সংস্কার করলেই জনভোগান্তির নিরসন হয়। রাস্তাটির ভাঙ্গা অংশ সংস্কার না করার কারনে ভ্যান, ইজিবাইকসহ ছোট যানবাহন কোন রকমে চলাচল করলেও ট্রাকসহ বড় ধরনের যানবাহন চলাচল করছে চরম ঝুকি নিয়ে। এ কারণে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। তবুও যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড থেকে রানীপুকুর ইউনিয়ন পরিষদগামী সড়কের মোলংহাট মাদ্রাসামোড় (ফজলুর মোড়) অংশে ভেঙ্গে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চরম বেকায়দায় পড়েছে বিভিন্ন যানবাহনসহ পথচারীরা। ঝুকিতে রয়েছে একটি বিদ্যুতের খুটি।

স্থানীয় কাচামাল ব্যবসায়ীরা বলেন, রাস্তাটা ভেঙ্গে গেছে। ঠিকঠাক মেরামত করা হচ্ছে না। যেকোন সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ঢাকায় কাচামাল পরিবহনে সমস্যা হতে পারে। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা প্রয়োজন।

স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, রাস্তাগুলোর ভাঙ্গন ঠেকাতে সড়ক বিভাগ ও উপজেলা প্রকৌশল দপ্তরের দায়িত্বশীলদের আরও আন্তরিক এবং সচেতন হতে হবে। রাস্তা সংলগ্ন যদি পুকুর থাকে সেখানে গাইডওয়াল না থাকার কারনেও ভাঙ্গনের সৃষ্টি হয়। এছাড়াও প্রাকৃতিক দূর্যোগের কারনেও অনেকসময় রাস্তাঘাট ভেঙ্গে য়ায়। যত দ্রুত সম্ভব জনদূর্ভোগ নিরসন করা প্রয়োজন।

এম কন্ঠ/এস/২০২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com