অনলাইন ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের ছড়ান উত্তর হিন্দুপাড়ায় একটি মন্দিরের তিনটি মাটির মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলো আঘাত করে কিছু অংশ নষ্ট করে দেয়।
এলাকাবাসীর ধারণা, নেশাগ্রস্ত ব্যক্তিরাই এ ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি যাতে অ-স্থিতিশীল না হয়, সে লক্ষ্যে পীরগঞ্জ আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম এর নেতৃত্বে, মিঠাপুকুর থানা থেকে একটি পুলিশের যৌথ টহল ঘটনা স্থলে উপস্থিত হয়। এবং উক্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়, পরবর্তীতে সিআইডি, ডিএসবি , ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নাশকতাকারীকে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও উক্ত এলাকার অধিকতর নিরাপত্তার লক্ষে পীরগঞ্জ আর্মি ক্যাম্প থেকে একটি অস্থায়ী টিওবি (টেম্পোরারি অপারেশন বেস) ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি মিঠাপুকুর থানা থেকে পুলিশের একটি বিশেষ টিম সেখানে দায়িত্ব পালন করছে।
হিন্দু সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাদকাসক্ত ব্যক্তিরাই এ ভাঙচুরের জন্য দায়ী। তারা দ্রুত এলাকার মাদকাসক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এম কন্ঠ/এস
Leave a Reply