1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

মিঠাপুকুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পাঠ করা হয়েছে
মিঠাপুকুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

রংপুরে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাশ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।

রবিবার (১০ আগষ্ট) দুপুরে মিঠাপুকুর ওভারপাসের নীচে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন,মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি: শেখসাদী সরকার। মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি, মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর, মোঃ আসাদুজ্জামান শিমুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি: অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, হাফিজুর রহমান এবং আমিরুল কবির সুজন।

এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত সাজা কার্যকরের দাবি জানান। এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও সত্যের কণ্ঠস্বর। তাদের ওপর হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। সেই সাথে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানানো হয়।

বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তাই এ ধরণের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com