স্টাফ রিপোর্টার:
অবশেষে মিঠাপুকুরেই থাকছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। গত সপ্তাহে ইউএনওর বদলীর বিষয়টি গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হলে মিঠাপুকুরের জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মিঠাপুকুরে যোগদান করেই গঠনমূলক বেশকিছু কাজের মাধ্যমে প্রশংসার দাবি রাখেন ইউএনও জিল্লুর রহমান। এ কারণে সোস্যাল মিডিয়ায় ইউএনওকে মিঠাপুকুরেই রাখার দাবি উঠে। অবশেষে মিঠাপুকুরেই থাকছেন ইউএনও জিল্লুর রহমান।
জানা গেছে, মডেল মিঠাপুকুর গড়তে ইউএনও জিল্লুর রহমান উপজেলা পরিষদের ভেতরের অবৈধ স্থাপনা এবং ওভারপাসের নিচের অবৈধ দোকান উচ্ছেদ করেন। উপজেলা পরিষদের ভিতরে দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ করেন। জনমতের ভিত্তিতে উপযুক্ত স্থানে পাবলিক লাইব্রেরির কাজ শুরু করেন।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করেন। দেশীয় মাছ রক্ষায় চায়না দোয়ারী ও কারেন্ট জালের অবৈধ ব্যবহার রোধে অভিযান ও পরিমাণে কম দেওয়ার দায়ে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ইউএনওর জনস্বার্থমূলক এসব কাজ জনমনে জায়গা করে নেয়। এর ফলে ইউএনওর পক্ষে দাবি উঠে। অবশেষে দক্ষ অফিসার হিসেবে মিঠাপুকুরেই থাকছেন তিনি।
অনেকেই মনে করেন একটি উন্নয়নশীল মিঠাপুকুর গড়তে খুব অল্প সময়ে ইউএনওর কার্যক্রম প্রমাণ করে তিনি একজন দক্ষ অফিসার। আগামীতে মিঠাপুকুরবাসীর প্রত্যাশা পূরণ হবে এমনটাই মনে করছেন জনসাধারণ।
এম কন্ঠ/এস
Leave a Reply