1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেতু আছে, সড়ক নেই: বাঁশের মইয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ হাজার মানুষ মিঠাপুকুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক আত্মগোপনে স্বামী, পুত্রবধূকে ঘর ছাড়া করতে শশুর-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উত্তরের নদীতে বাড়ছে পানি, বন্যার পদধ্বনি-সতর্কতা জারি রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশু খুন রংপুর সহ ৪৮ জেলায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ভাতা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের সিন্ডিকেট, এবার নবজাতকের মৃত্যু! মিঠাপুকুরের ঐতিহাসিক পুকুরটি লিজ প্রদানে অনিয়মের অভিযোগ গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার ইসরায়েলের হামলার নিন্দা, কাতারে এক হচ্ছেন আরব-মুসলিম নেতারা

জনগণের প্রত্যাশা পূরণে মিঠাপুকুরেই থাকছেন ইউএনও জিল্লুর রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পাঠ করা হয়েছে
ইউএনও জিল্লুর রহমান

স্টাফ রিপোর্টার:
অবশেষে মিঠাপুকুরেই থাকছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। গত সপ্তাহে ইউএনওর বদলীর বিষয়টি গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হলে মিঠাপুকুরের জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মিঠাপুকুরে যোগদান করেই গঠনমূলক বেশকিছু কাজের মাধ্যমে প্রশংসার দাবি রাখেন ইউএনও জিল্লুর রহমান। এ কারণে সোস্যাল মিডিয়ায় ইউএনওকে মিঠাপুকুরেই রাখার দাবি উঠে। অবশেষে মিঠাপুকুরেই থাকছেন ইউএনও জিল্লুর রহমান।

জানা গেছে, মডেল মিঠাপুকুর গড়তে ইউএনও জিল্লুর রহমান উপজেলা পরিষদের ভেতরের অবৈধ স্থাপনা এবং ওভারপাসের নিচের অবৈধ দোকান উচ্ছেদ করেন। উপজেলা পরিষদের ভিতরে দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ করেন। জনমতের ভিত্তিতে উপযুক্ত স্থানে পাবলিক লাইব্রেরির কাজ শুরু করেন।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মেধা বিকাশে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করেন। দেশীয় মাছ রক্ষায় চায়না দোয়ারী ও কারেন্ট জালের অবৈধ ব্যবহার রোধে অভিযান ও পরিমাণে কম দেওয়ার দায়ে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ইউএনওর জনস্বার্থমূলক এসব কাজ জনমনে জায়গা করে নেয়। এর ফলে ইউএনওর পক্ষে দাবি উঠে। অবশেষে দক্ষ অফিসার হিসেবে মিঠাপুকুরেই থাকছেন তিনি।

অনেকেই মনে করেন একটি উন্নয়নশীল মিঠাপুকুর গড়তে খুব অল্প সময়ে ইউএনওর কার্যক্রম প্রমাণ করে তিনি একজন দক্ষ অফিসার। আগামীতে মিঠাপুকুরবাসীর প্রত্যাশা পূরণ হবে এমনটাই মনে করছেন জনসাধারণ।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com