
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
মিঠাপুকুর মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক এসব পোনা বিতরণ করে।
মঙ্গলবার ব্র্যাকের রিজিওনাল অফিসের আওতায় ২৫৫ জন চাষিকে ব্র্যাক হ্যাচারি থেকে মাছের পোনা সরবরাহ করা হয়েছে।
প্রত্যেক চাষি গড়ে প্রায় এক হাজার করে পোনা পেয়েছেন। এভাবে মোট ২ লাখ ৫৫ হাজার পোনা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. নজরুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) আব্দুল হাকিম সরকার, ব্রাঞ্চ ম্যানেজার (এনসিডিপি) বিধানচন্দ্র সরকার, ব্রাঞ্চ ম্যানেজার( বিসিইউপি) মোকসেদুল ইসলাম ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট আব্দুল বারিক, সম্প্রসারণ কর্মকর্তা মেফতাহে জিন্নাত ( ফিশ ফার্মিং প্রজেক্ট), সিডিও নোয়ামিন হোসেন, হাসান মাহমুদ,, শাহিন মিয়া প্রমুখ।
গত ২৫ আগষ্ট মিঠাপুকুর সদর শাখায় ৬৬ জন চাষীকে ৬৬ হাজার মনোসেক্স তেলাপিয়ার পোনা বিতরণ করা হয়। এছাড়াও৷ মিঠাপুকুর অঞ্চলের ২০ জন চাষীর প্রত্যেককে ৩০০ গ্রাম করে ৬ কেজি কার্পজাতীয় মাছের রেনু বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সারা দেশে প্রায় ৮ হাজার চাষীকে ফিস ফার্মিং প্রজেক্টের আওতায় ২ কোটি টাকা মূল্যের মাছের পোনা বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় মিঠাপুকুর অঞ্চলের পীরগাছা এরিয়ায় প্রায় ৫০ জন চাষীর মাঝে ৫০ হাজার পোনা বিতরণ হচ্ছে।
Leave a Reply