
স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় মিঠাপুকুর উপজেলা বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কমিটি গঠন ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) মিঠাপুকুর উপজেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নেতারা।
মতবিনিময় সভায় বিএনপি’র উদ্যোগে উপজেলার ১৩৯টি পূজা মন্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ করার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।
মিঠাপুকুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক হর কুমার বর্মণের সভাপতিত্বে বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, হিন্দুরা আমাদের ভাই। যে যার ধর্ম পালন করবে। ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই। অন্য কোনো দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে। তাই দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজামণ্ডপ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবে।
এম কন্ঠ/এস
Leave a Reply