
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ে সভা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে এই সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার( ভূমি) মুলতামিস বিল্লাহ ।
সভায় আইনশৃংখলা বিষয়ে বক্তব্য দেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক হর কুমার চন্দ্র বর্মন ও স্বপন চন্দ্র সরকার, যতীন্দ্রনাথ বর্মন, তপন কুমার সরকার প্রমুখ।
সভায় উপজেলার ১‘শ ৪০ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সেনাবাহিনীর নেতৃবৃন্দ ও উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপুজাকে উৎসব মুখর পরিবেশে উদযাপন করার জন্য বিস্তর আলোচনা ও পদক্ষেপ গ্রহন করা হয়। শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে ১’শ কেজি করে চাল বরাদ্দের কপি প্রত্যেক পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।
Leave a Reply