
স্টাফ রিপোর্টারঃ
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আন্দোলন ও বিক্ষোভের পর অবশেষে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সামসুন্নাহারকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিততে তার পদায়ন আদেশ প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর নিয়মিত বদলীর আদেশ সংশোধন করে মোছাঃ শামসুন্নাহারকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
এর আগে, মঙ্গলবার দুপুর ১ টার দিকে তিনি বহিরাগত লোকজনসহ হাসপাতালে এসে যোগদান করার চেষ্টা করলে তাকে বাঁধা দেন বিক্ষোভকারীরা। প্রায় ৩ ঘন্টা ধরে চলা বিক্ষোভ চলাকালে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সামসুন্নাহারের সাথে আসা বহিরাগতদের আক্রমণে পদায়ন বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন পুলিশ। কিন্তু তারপরেপ পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হাসপাতাল ছেড়ে ফিরে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহার। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধা ৭ টার দিকে প্রজ্ঞাপন জারি করে তার নিয়মিত বদলীর আদেশ সংশোধন করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পদায়ন করেন স্বাস্থ্য অধিদপ্তর।
জানা গেছে, ডাঃ সামসুন্নাহার পূর্বের ৩ উপজেলার কর্মরত থাকা অবস্থায় ব্যাপক অনিয়ম-দুর্নীতি, সরকারি অর্থ লোপাট, স্বেচ্ছাচারিতা, কর্মকর্তা- কর্মচারীদের সাথে অসদাচরণ ও কর্ম পরিবেশ বিনষ্টকারী স্বাস্থ্য ও প প কর্মকর্তা হিসেবে চিহ্নিত। এ কারণে ডা: সামসুন্নাহারকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করায় চিন্তিত এবং উদ্বিন্ন হয়ে পড়ার পাশাপাশি
তার পদায়ন বাতিলের দাবিতে গত দুদিন ধরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন হাসপাতাল সংশ্লিষ্টর। সবশেষ তার পদায়ন আদেশ প্রত্যাহারের খবরে স্বস্তি ফিরে পায় বিক্ষোভকারীরা।
মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আব্দুল হালিম লাবলু বলেন, ডাঃ শামসুন্নাহারের পদায়ন আদেশ বাতিলের প্রজ্ঞাপনটি দেখেছি। উর্ধতন কর্তৃপক্ষ সঠিক সময়ে যথাযথ সিন্ধান্ত নিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করেছেন। আমাদের দাবি ছিল ডাঃ শামসুন্নাহারকে বাদ দিয়ে অন্য যে কোন কর্মকর্তা মিঠাপুকুর যোগদান করুক তাতে আমাদের কোন আপত্তি নেই। এখন হাসাপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।
এম কন্ঠ/ এস
Leave a Reply