1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার ৭ বছর

  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পাঠ করা হয়েছে
-ছবি সংগ্রহীত

বিনোদন ডেস্ক:
‘সেই তুমি কেন এত অচেনা হলে’ কিংবা ‘রুপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে; বহুদূরে’- সেই সুর-কণ্ঠ এখনো যেন কানে বাজে। বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রয়াণের সাত বছর পূর্ণ হয়েছে ১৮ অক্টোবর। ২০১৮ সালের এই দিনে সত্যিই রূপ নেয় সেই গানের কথা; রুপালি গিটারের জাদুকর পাড়ি জমান এক অচেনা দূরত্বে।

সেদিন ‘আইয়ুব বাচ্চু আর নেই’- যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। অফিস, ক্যাম্পাস, কিংবা চায়ের দোকান- সবখানেই ঘুরে বেড়াচ্ছিল একই কথা।

দেশজুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া; সামাজিক মাধ্যমে প্রকাশ পায় কোটি ভক্তের ভালোবাসা আর অশ্রু। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত মানুষ ছুটে যায় শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে। এমন দৃশ্য, এমন শোক; যা দেশের ব্যান্ড ইতিহাসে হয়তো আগে দেখা যায়নি।

মাত্র ৫৬ বছরেই থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার সৃষ্টি। রেখে গেছেন ‘এক আকাশে তারা’, ‘ফেরারি মন’, ‘আমি বারো মাস’, ‘রুপালি গিটার’-এর মতো অসংখ্য কালজয়ী গান। প্রতিটি গানেই যেন নতুন করে বেঁচে ওঠেন তিনি।

আজ, সেই দিনটিতে আবারও স্মরণে ফিরে আসে বাংলাদেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র; সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধাভরে। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু এখনও সেই তার মায়া ভরা কণ্ঠ ও গিটারের ঝংকার ভুলতে পারছেন না তার অনুরাগীরা। জানা গেছে, আজকের দিনটি পারিবারিকভাবে আইয়ুব বাচ্চুর পরিবার তাকে স্মরণ করবে।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com