
পারভেজ হাসান, বেরোবি প্রতিনিধিঃ
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবিতে) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। প্রতিষ্ঠার ১৭ বছরের ইতিহাসে প্রথমবার এই নির্বাচন পাচ্ছে শিক্ষার্থীরা। এই নির্বাচনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে হবে ভোটযুদ্ধ। এখন অপেক্ষা নির্বাচনের দিনক্ষণের।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ বিধিমালা অনুমোদনের বিষয়টি রাষ্ট্রপতির সম্মতিক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর অধীনে মোট ১৩ টি ভিন্ন ভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন পদপ্রার্থী শিক্ষার্থীরা।
প্রজ্ঞাপন অনুযায়ী ১৩টি পদ হলো- সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ৩ জন নির্বাহী সদস্য।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ইয়ামিন বলেন, “আলহামদুলিল্লাহ দীর্ঘ সংগ্রামের পরে আমরা গেজেটের মাধ্যমে ব্রাকসু পেয়েছি। শুধু গেজেট প্রকাশিত হলেই হবে না আমরা চাই একটি সুস্থ নির্বাচন। ব্রাকসুর মাধ্যমে শিক্ষার্থীর অধিকার এবং উত্তরাঞ্চলের বৈষম্যের অবসান হোক। শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি যারা শিক্ষার্থীবান্ধব কাজ করবে শিক্ষা গবেষণা সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে সেই নেতৃত্বগুলোই বের হয়ে আসুক।”
ব্রাকসু নিয়ে ‘টঙ্গের গান’ এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান আবির বলেন, “ব্রাকসু হোক প্রতিটি শিক্ষার্থীর অধিকারের কন্ঠস্বর। ব্রাকসু দীর্ঘ দিনের আকাঙ্ক্ষার ফল। নির্বাচনের মাধ্যমে এমন ব্যক্তি উঠে আসুক যিনি নিজে থেকেই শিক্ষার্থীদের সকল সমস্যা অনুভব করবেন এবং তা সমাধানে সোচ্চার থাকবেন।
পদ ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয় জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ক্যাম্পাসে মিষ্টি বিতরণের পাশাপাশি প্রার্থীগণ ইশতেহার ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এমকন্ঠ/পারভেজ
Leave a Reply