
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি’ স্মরণে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) মিঠাপুকুর ওভারপাসের নিচে এ কর্মসূচি পালিত হয়। ওই দিনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে লগি-বইঠা দিয়ে নির্মমভাবে নিহত জামায়াত ও শিবির নেতাকর্মীদের বিচার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম।
বিক্ষোভ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘জুলাই বিপ্লব’ ও দেশের ইসলামি আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এম কন্ঠ/এস
Leave a Reply