
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুর উপজেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর ওভারপাসের নিচে আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, সিনিয়র সহ-সভাপতি ফৌজিয়া আখতার কনা এবং রংপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বিপ্লব রায় প্রমুখ।
বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, যুবদল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সাহসী ভূমিকা পালন করে আসছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা সঞ্চালনা করেন মিঠাপুকুর উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন মাহমুদ। র্যালি ও সভায় উপজেলার ১৭টি ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমকন্ঠ/এস
Leave a Reply