1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

কীটনাশক পান করে কৃষকের আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পাঠ করা হয়েছে
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:
রংপুরের কাউনিয়া উপজেলায় কীটনাশকপানে এক কৃষক আত্মহত্যা করেছে। মৃত কৃষক ফুল মামুদ আলী (৪৬) চর নহিরদগ এলাকার ইব্রাহীম আলীর ছেলে।

পুলিশ ও মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত ফুল মামুদ আলী মানসিক কারণে হতাশাগ্রস্ত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় বসতঘরের ভিতর সবার অগচরে কীটনাশক পান করেন। পরে বিষের যন্ত্রণায় বসতঘরের বাইরে এসে চিৎকার চেঁচামেচি করলে তার মা সহ স্থানীয় লোকজ অ্যাম্বুলেন্সযোগে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে ফুলমামুদ মারা যান।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান শনিবার এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এম কন্ঠ/বা.প্র

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com