1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে
-ফাইল ছবি

পারভেজ হাসান, বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর,২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক।

ব্রাকসু নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সিফাত রুমানা, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে দ্রুত কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে ব্রাকসু নির্বাচন সম্পন্নের দাবি জানান শিক্ষার্থীরা।

অভিযোগ করে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি মহল গঠনতন্ত্র সংশোধনের নামে নির্বাচন বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। এ কারণে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফশিল ঘোষণার মাধ্যমে ব্রাকসু প্রতিষ্ঠার কার্যক্রম শুরুর আহ্বান জানান শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার দীর্ঘ ১৭ বছরেও ৭৫ একরের বেরোবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়নি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করলে ব্রাকসু প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলেন। দীর্ঘ অবস্থান ও অনশন কর্মসূচির পর গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার স্বাক্ষরিত গেজেটে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’ এ ব্রাকসু সংযুক্তির নির্দেশনা জারি হয়।

এদিকে ব্রাকসুর গঠনতন্ত্রে হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটাধিকার নির্ধারণ এবং নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন না থাকাসহ নানা বিষয় সংশোধনের দাবিতে বিএনপি-জামায়াত ঘরানার সংগঠন ছাত্রদল এবং বাম সংগঠনের কয়েকজন নেতা গত সোমবার উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। তাঁদের প্রস্তাবকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

পরদিন সকালে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে দ্রুততম সময়ে ব্রাকসু নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন। সর্বশেষ মঙ্গলবার দুপুরের সিন্ডিকেট সভা শেষে নির্বাচন কমিশন গঠনের ঘোষণায় ব্রাকসু নির্বাচনের পথ আরও এক ধাপ এগিয়ে গেল।

এমকন্ঠ/পারভেজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com