1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

বেশি টাকা নিয়ে রশিদে কম দেখানো সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে ঘুষের বিনিময়ে জমির খাজনা কমিয়ে দেওয়ার অভিযোগে জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এর আগে ওই সহকারী ভূমি কমকর্তার অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। প্রাথমিক তদন্তে সংবাদের সত্যটা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর একটি অনলাইন পত্রিকায় ‘বেশি টাকা নিয়ে রশিদে কম দেখান ভূমি কর্মকর্তা’ শিরোনামে প্রকাশিত সংবাদে জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. আলামিন তালুকদারের বিরুদ্ধে উল্লেখকৃত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং উক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়।

এমতাবস্থায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি মোতাবেক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। এই সাময়িক বরখাস্ত আদেশ ৬ নভেম্বর হতে কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি (খোরপোষ) ভাতা প্রাপ্ত হবেন। উক্ত সাময়িক বরখাস্তের আদেশ তার চাকরি বইতে লিপিবদ্ধ করতে হবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com