1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটে মুশফিককে ছাড়িয়ে স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন লিটন

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পাঠ করা হয়েছে
-টেস্ট ক্রিকেটে মুশফিককে ছাড়িয়ে স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড এতোদিন মুশফিকের দখলে ছিল এবার স্টাম্পিংয়ে সেই রেকর্ড নিজের দখলে নিলেন উইকেটরক্ষক লিটন দাস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দু’টি স্টাম্পিং করে মুশফিককে সরিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের খাতায় নাম লেখালেন লিটন দাশ।

লিটন দাশ ৫১ ম্যাচের ৬৬ ইনিংসে ১৭টি স্টাম্পিং করে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড করেন। অপরদিকে ৯৯ ম্যাচের ৯৯ ইনিংসে ১৫টি স্টাম্পিং আউট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুশফিক।

টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত অসিদের হয়ে ৫৪ টেস্টে ৫২টি স্টাম্পিং করেছেন ৮১ বছর বয়সে মারা যাওয়া ওল্ডফিল্ড।

তবে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে মুশফিকের দখলে। তিনি ৪৭৪ ম্যাচ খেলে ১০১টি স্টাম্পিং করেছেন। টেস্টে ১৫টি, ওয়ানডেতে ৫৬টি ও টি-টোয়েন্টিতে ৩০টি স্টাম্পিং করার রেকর্ড রয়েছে মুশফিকের খাতায়।

এই পরিসংখ্যানে মুশফিকের পর ৪৪টি স্টাম্পিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে খালেদ মাসুদ পাইলট এবং লিটন দাশ ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় স্থানে রয়েছে।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com