1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

ব্রাকসু নির্বাচন: খসড়া আচরণবিধি প্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পাঠ করা হয়েছে

পারভেজ হাসান.বেরোবি প্রতিবেদক:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করতে খসড়া আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এই নির্দেশনায় মনোনয়নপত্র সংগ্রহ থেকে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অনুসরণযোগ্য নিয়মসমূহ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

খসড়া আচরণবিধিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা, নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করতেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে প্রার্থীদের সমান নির্বাচন–পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা প্রতিরোধই আচরণবিধির মূল উদ্দেশ্য।

নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রতিটি প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে নিতে পারবেন। ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রচারণায় যানবাহন, ব্যান্ডপার্টি, মাইক বা শক্তি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেবল সাদা-কালো লিফলেট ব্যবহার করা যাবে; পোস্টার লাগানো বা দেয়ালে লিখন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ভোটের দিন ভোটারদের বৈধ পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রার্থী, পোলিং এজেন্ট ও কর্তব্যরত কর্মকর্তাদের বাইরে অন্য কারও কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। বুথের ভেতরে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ব্যালট পেপারের ছবি তোলা বা বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com