
পারভেজ হাসান. বেরোবি প্রতিবেদক:
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি তৃতীয় দফায় নতুন তফসিল ঘোষণা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর নির্বাচন কমিশন।
বুধবার (৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহাজামানসহ ছয় নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনয়ন বিতরণ থেকে ভোটগ্রহণ ও ফল ঘোষণা পর্যন্ত পূর্ণ সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার এবং ৭ ডিসেম্বর রবিবার দুপুর ১২টা পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলবে। একই দিন দুপুর ১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দুপুর ২টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, যা পরের দিন পর্যন্ত চলবে। পরে ৮ ও ৯ ডিসেম্বর ডোপ টেস্টের রিপোর্টসহ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
১০ ডিসেম্বর যাচাই–বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। এ দিনই আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন করে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
গত ১৬ নভেম্বর খসড়া আচরণবিধি প্রকাশের মাধ্যমে ব্রাকসু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তবে ভোটার তালিকার জটিলতায় ৩০ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বিতরণ চললেও ওইদিনই বিকেলে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে সকল কার্যক্রম স্থগিত করে। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে এবং তারা প্রশাসনিক ভবনে অবস্থান নেন।
বুধবারেও সঠিক সময়ে নির্বাচন দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হওয়ায় সন্ধ্যায় সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি তৃতীয় ধাপে পুনঃতফসিল জানিয়েছে নির্বাচন কমিশন।
নতুন তফসিলে স্বাক্ষর করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহাজামান, নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসিনা আহসান এবং মো. হাসান আলী।
এমকন্ঠ/পারভেজ
Leave a Reply