1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

রংপুরে ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পাঠ করা হয়েছে
রংপুরে ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:
সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর থেকে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ থানাধীন মাদারহাটের এলাকায় চাকা ফেটে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক মৌলভী (৪০) ও নীলফামারীর ডোমার উপজেলার মো. জোবেদ আলী।

নিহত উমর ফারুক মৌলভী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর দক্ষিণপাড়া গ্রামের হাজী মোহাম্মদ বাবুর ছেলে। এ দুর্ঘটনায় আহত ৮-৯ জনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, অপর দুর্ঘটনাটি রংপুর-নীলফামারী মহাসড়কে ঘটে। এতে মো. জোবেদ আলী নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মৃত উমর ফারুক ও জোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এমকন্ঠ/এস/ঢা.পো

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com