1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পাঠ করা হয়েছে
ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি

অনলাইন ডেস্ক:
‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৬ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ‎বুধবার রাতে কমিশনারদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎এর আগে, চলতি বছরের ১৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণা করা হয়, যেখানে ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারিত ছিল। পরে দ্বিতীয় দফায় তফসিল সংশোধন করে ভোটের দিন নির্ধারণ করা হয় ২৪ ডিসেম্বর। এরপর ৩ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের তারিখ পরিবর্তন করা হলেও ভোটের দিন অপরিবর্তিত থাকে। সবশেষ আজ চতুর্থবারের মতো ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল প্রকাশ করা হয়।

‎ভোটার তালিকায় একাধিক গুরুতর ত্রুটি থাকার কারণে দ্বিতীয়বারের মতো নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানায় কমিশন। এর আগে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (৯ ডিসেম্বর) কমিশনারদের কেউই নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ১৪, ১৫ এবং ১৬ ডিসেম্বর। তারপর ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২০ ডিসেম্বর থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল। মনোনয়ন দাখিলের শেষ দিন ঠিক করা হয়েছে ২১ ডিসেম্বর।

‎এরপর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৩ ডিসেম্বর গ্রহণ করা হবে আপত্তি। একই দিনে আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে। সবশেষ ২০২৬ সালের ২১ জানুয়ারি ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com