1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

বেরোবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পাঠ করা হয়েছে

পারভেজ হাসান. বেরোবি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে দিবসটির সূচনা হয় রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জনে শুধু শিক্ষক সমাজ নয়, বরং বিভিন্ন পেশার অসংখ্য বুদ্ধিজীবী তাঁদের জীবন উৎসর্গ করেছেন। জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদসহ বহু তরুণ শিক্ষার্থী বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়। রংপুর অঞ্চলেও অনেক বুদ্ধিজীবী নির্যাতনের শিকার হন, কেউ শহিদ হন এবং অনেকে নিখোঁজ থাকেন। স্থানীয় ইতিহাস ও গবেষণালব্ধ তথ্য তাঁদের আত্মত্যাগের সাক্ষ্য বহন করে। তিনি বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলাম।

আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এমকন্ঠ/পারভেজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com