
স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ এবং মিঠাপুকুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের সাথে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি, শেখসাদী সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল।
মতবিনিময় সভায় উপজেলা নিবাহী অফিসার মোঃ পারভেজ বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। মিঠাপুকুরে যেকোনো ঘটনা সম্পর্কে আমাকে অবগত করবেন। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতায় আমরা স্বপ্নের মিঠাপুকুর গড়ব।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, পারস্পরিক সহযোগিতায় মিঠাপুকুর থেকে মাদক, চুরি, ছিনতাই সহ সমস্ত অপরাধ নির্মূল করা হবে। দালালমুক্ত মিঠাপুকুর থানা গড়তে চাই। থানায় মামলা করতে কোনো টাকা লাগবেনা। আমার কোনো অফিসার ঘুষ দাবি করলে বা দূর্নীতি করলে আপনারা আমাকে তথ্য দিবেন, আমি ব্যবস্থা নেব।
সভায় মুক্ত আলোচনার মাধ্যমে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এমকন্ঠ/এস
Leave a Reply