1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

ফেসবুকে টানা কতদিন না ঢুকলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পাঠ করা হয়েছে
ফেসবুকে টানা কতদিন না ঢুকলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক:
বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। কিন্তু অনেকে প্রশ্ন করেন— দীর্ঘদিন ফেসবুকে লগইন না করলে কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়?

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের নীতিমালায় বলা হয়েছে, দীর্ঘ সময় ব্যবহার না করলেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট বন্ধ হয় না। অর্থাৎ, কয়েক মাস বা এমনকি কয়েক বছরেও কেউ ফেসবুকে লগইন না করলেও অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয় না।

তবে কিছু ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেটেড হিসেবে ধরে নিতে পারে। সাধারণত যদি কেউ টানা ২ বছর বা তার বেশি সময় ফেসবুকে একবারও লগইন না করেন, তাহলে ফেসবুক সেই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করতে পারে।

কী হয় নিষ্ক্রিয় অ্যাকাউন্টের ক্ষেত্রে?

বন্ধুরা আর অ্যাকাউন্টটি সার্চে খুঁজে পাবে না। প্রোফাইল কনটেন্ট (ছবি, পোস্ট, তথ্য) গোপন হয়ে যাবে। মেসেঞ্জার বা অন্যান্য সংযুক্ত সেবা থেকেও অ্যাক্সেস হারাতে পারেন।

তবে একবার লগইন করলেই? ভয় পাওয়ার কিছু নেই। ফেসবুকে আবার লগইন করলেই, প্রোফাইল আগের মতোই ফিরে পাওয়া যাবে। পুরনো ছবি, পোস্ট, ফ্রেন্ডলিস্ট—সবকিছু আবার দেখা যাবে।

সতর্কতা

যদি কেউ নিজের অ্যাকাউন্ট নিজেই ডিলিট করে দেন, তাহলে সেটা আর ফিরে পাওয়া সম্ভব নয়। ফেসবুকের কোনো নিয়ম ভঙ্গ করলে বা সন্দেহজনক কার্যকলাপ থাকলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে।

দীর্ঘদিন ফেসবুকে লগইন না করলেও সাধারণ অবস্থায় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় না। তবে সচল রাখতে মাঝে মাঝে লগইন করা ভালো। প্রয়োজনে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে নিরাপত্তা ও ব্যাকআপ তথ্য হালনাগাদ করে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com