
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে চলতি মৌসুমে আরু চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। গত বছরের লোকসান কাটিয়ে এবার লাভের মুখ দেখতে দিন-রাত মাঠে হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, আলুর গাছগুলো বেশ জোরালো ও রোগমুক্ত। কৃষকরা জানান, এবার সার, ডিজেল ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজেই পাওয়া যাচ্ছে। কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার রেকর্ড পরিমাণ ফলন হতে পারে।
কৃষক আয়নাল মিয়া বলেন, “গত বছর দাম কম থাকায় অনেক ক্ষতি হয়েছে। এবার এখন পর্যন্ত কোনো রোগবালাই নেই। বাজারমূল্য ভালো থাকলে আশা করছি আগের ক্ষতি পুষিয়ে নিতে পারব।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি ও পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম জানান, এখন পর্যন্ত ফসলের অবস্থা অত্যন্ত ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন নিশ্চিত হবে।
এমকন্ঠ/এস
Leave a Reply