1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

কমিশনার পরিবর্তন: ২৫ ফেব্রুয়ারী ব্রাকসু নির্বাচন

  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পাঠ করা হয়েছে
-ফাইল ছবি

পারভেজ হাসান, বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা। একই সঙ্গে ব্রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি।

রবিবার (১১ জানুয়ারি, ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী, নির্বাচন কমিশনার এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রায় ৫ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিক। তবে পরবর্তী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক মাসুদ রানা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “নতুন করে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী এ ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগ দিতে হলে সিন্ডিকেট সভার অনুমোদন প্রয়োজন। কিন্তু সিন্ডিকেট সভা এখনো অনুষ্ঠিত না হওয়ায় তাৎক্ষণিকভাবে নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া সম্ভব নয়।“

তিনি আরও জানান, নির্বাচন কার্যক্রম যাতে পুরোপুরি স্থবির হয়ে না পড়ে এবং চলমান প্রস্তুতি অব্যাহত রাখা যায়, সে জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলে আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা জানান, ব্রাকসু নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা নিয়ে যেসব আপত্তি ও অসংগতি উঠেছে, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের সদস্যরা সম্মিলিতভাবে প্রতিটি আপত্তি যাচাই করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন, যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়ে এবং অনিয়মের সুযোগ না থাকে। সব আপত্তি নিষ্পত্তির পর একটি নির্ভুল ও গ্রহণযোগ্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার ভিত্তিতেই নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে এবং ২৫ ফেব্রুয়ারি ব্রাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুনর্গঠিত তফসিল ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নতুন নির্ধারিত তারিখে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য পরিবেশে ব্রাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

উল্লেখ্য, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের ফলে গত ২৮ অক্টোবর, ২০২৫ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯”-এ ব্রাকসু সংযুক্ত করা হয়।

এরপর গত বছরের ১৮ নভেম্বর প্রথমবারের মতো ঘোষণা করা হয় ব্রাকসু নির্বাচনের তফসিল। সে অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল ২৯ ডিসেম্বর। শীতকালীন ছুটির কারণে তারিখ এগিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে দ্বিতীয় দফা তফসিলে ২৪ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়। তবে ভোটার তালিকায় অসংগতি দেখিয়ে ১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে নির্বাচন স্থগিত করা হয়। পরে ৩ ডিসেম্বর পুনরায় তফসিল ঘোষণা করা হলেও জাতীয় নির্বাচনের কারণে শেষ পর্যন্ত ২৪ ডিসেম্বরের নির্বাচনও স্থগিত করা হয়।

এদিকে চতুর্থ দফায় নির্বাচনের নতুন তারিখ ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে ব্রাকসু নির্বাচনের বাস্তবায়ন নিয়ে তীব্র শঙ্কা দেখা দিয়েছে। ঘোষণার পর থেকে বেরোবি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার তারিখ পরিবর্তনের ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করছেন।

এমকন্ঠ/পারভেজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com