
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে দুটি গুড় কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় উৎপাদনের সাথে জড়িত থাকায় দুই কারখানা মালিককে জেল ও জরিমানা করা হয়েছে। উপজেলার শুকুরের হাট (গেনারপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে কারখানা দু’টিতে চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন চলছিল।
সোমবার (১২ জানুয়ারি) কারখানা দুটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে দুই কারখানা মালিককে জেল ও জরিমানা করা হয়। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও সরঞ্জাম।
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান। এসময় স্যানিটারি অফিসার আব্দুল আউয়াল ও মিঠাপুকুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে, নকল ও ভেজাল গুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল গুড় কারখানার মালিক সাদেকুল বারীকে ৩০ দিনের কারাদণ্ড ও অপর কারখানার মালিক রওশন আরা বেগমকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে কারখানা দুটি থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ভেজাল গুড় এবং গুড় তৈরির কাজে ব্যবহৃত চিনি, রং ও বিভিন্ন রাসায়নিক সামগ্রী জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্যান্য কারখানার মালিকরা কারখানা বন্ধ করে সটকে পড়েন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভেজাল গুড় উৎপাদন বন্ধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, ফুলচৌকি খামারপাড়া সহ শুকরের হাট এলাকায় বেশ কয়েকটি কারখানায় ভেজাল গুড় উৎপাদন করা হয়। দুটি কারখানার ন্যায় ভেজাল গুড় উৎপাদন বন্ধে অসাধু চক্র নির্মূলে নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমকন্ঠ/এস
Leave a Reply