1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পাঠ করা হয়েছে
রাণীপুকুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নিহত শাহজাহান আলী ।

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহজাহান আলী (৭০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান আলী রাণীপুকুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। রাণীপুকুর বাজারে তার দোকান রয়েছে।

গত সোমবার (১২ জানুয়ারী) বিকেল ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এরআগে দুপুর ২টার দিকে রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী আঞ্চলিক সড়কের জ্যোৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ২টার দিকে মোটরসাইকেল যোগে রাণীপুকুর বাজারে যাচ্ছিলেন শাহজাহান আলী। জ্যোৎপাড়া এলাকায় দর্শনা-ভেন্ডাবাড়ী সড়ক অতিক্রম করার সময় শুকুরেরহাট থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।

 

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল আলম।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com