1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

কোচিং সেন্টারে বিশেষ ক্লাসের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পাঠ করা হয়েছে
মিঠাপুকুর থানা- ছবি: মিঠাপুকুরের কন্ঠ
মিঠাপুকুর থানা- ছবি: মিঠাপুকুরের কন্ঠ

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাট এলাকার চ্যালেঞ্জ কোচিং সেন্টারের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কোচিং সেন্টারের শিক্ষক রাকিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) ওই কোচিং সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত রাকিব মিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট এলাকায় একটি রুম ভাড়া নিয়ে নিজস্ব কোচিং সেন্টার চালাচ্ছিলেন অভিযুক্ত রাকিব মিয়া।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, রাকিব কোচিং সেন্টারের অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর বিশেষ ক্লাসের কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিবাদ করলে তাকে বিয়ে করার আশ্বাসে একাধিকবার শারীরিক মেলামেশা করেন। কিন্তু মেলামেশার বিষয়টি কাউকে না জানানোর কথা বলেন রাকিব। একপর্যায়ে পুরো ঘটনাটি স্কুলছাত্রী তার বাবা-মা ও স্বজনদের জানান।

পরে বিষয়টি নিয়ে গত বুধবার গভীর রাত পর্যন্ত স্থানীয়রা ঘরোয়া বৈঠক করে আপোস করার চেষ্টা করেন। এসময় উপস্থিত সবার সামনে রাকিব ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ‘টাইম পাস’ করেছে বলে দাবি করে। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী রাকিবকে পুলিশের হাতে তুলে দেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে মামলা করেছেন। ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাকিবকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com