1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বেরোবিতে রাবির ‘সি’ ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পাঠ করা হয়েছে
বেরোবিতে রাবির ‘সি’ ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত

পারভেজ হাসান.বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবিতে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর অঞ্চলের জন্য নির্ধারিত ৬টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে বেরোবির আওতাধীন ৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা দুটি শিফটে নেওয়া হয়। প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩২১ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৮৪ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ নেন।

এ শিফটে তিনটি কেন্দ্রে মোট উপস্থিতির হার ছিল ৯৩.৭৬ শতাংশ।দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বেরোবি কেন্দ্রে ৩ হাজার ১৬৮ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৩০৮ জন এবং দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ শিফটে তিনটি কেন্দ্রে মোট উপস্থিতির হার ছিল ৯৪.৫৩ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বেরোবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। রংপুরসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা নিজ অঞ্চলে পরীক্ষা দিতে পারায় সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, পরীক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক। ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মো. আমিনুল হক, বেরোবি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com