1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

রাবি ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পাঠ করা হয়েছে
ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

পারভেজ হাসান.বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থীকে পকেট রাউটার ও মোবাইল ফোনসহ আটক করেছে প্রশাসন।

শনিবার (১৭ জানুয়ারি) রাবির ভর্তি পরীক্ষায় প্রবেশের সময় বেরোবির প্রধান ফটকে এই ঘটনা ঘটে। আটক পরীক্ষার্থীর নাম জিএম সারোয়ার আহমেদ। তিনি ২০২৪ সালে কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্র জানায়, সকাল ১১টায় রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় সকাল সাড়ে ৯টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে থাকেন। এ সময় মেটাল ডিটেক্টর চেকিংয়ের মাধ্যমে সারোয়ার আহমেদের কাছে থাকা পকেট রাউটার ও মোবাইল ফোন শনাক্ত করা হয়।

এ বিষয়ে বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান বলেন, ডিভাইসসহ একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, আটক পরীক্ষার্থী বগলের নিচে জ্যাকেটের তলায় এবং পকেটে ডিভাইসগুলো লুকিয়ে রেখেছিলেন। তাঁর অনলাইনে উত্তর দেখার উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পরীক্ষা কেন্দ্রে থাকা ভ্রাম্যমাণ আদালত আইনগত সিদ্ধান্ত নেবে।

পরে এক প্রেস ব্রিফিংয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিভাগীয় শহরগুলোতে রাবির ভর্তি পরীক্ষা আয়োজন একটি ভালো উদ্যোগ। বেরোবি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি পরীক্ষার হলে এক পরীক্ষার্থী অচেতন হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় দেওয়ার কথাও উল্লেখ করেন।

এদিকে বেরোবি কেন্দ্র পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম সাগর বলেন, এখানকার পরীক্ষার পরিবেশ সন্তোষজনক। সুন্দর আয়োজনের জন্য বেরোবি প্রশাসনকে ধন্যবাদ। ডিভাইসসহ পরীক্ষার্থী আটকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ও শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com