1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেতু আছে, সড়ক নেই: বাঁশের মইয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ হাজার মানুষ মিঠাপুকুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক আত্মগোপনে স্বামী, পুত্রবধূকে ঘর ছাড়া করতে শশুর-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উত্তরের নদীতে বাড়ছে পানি, বন্যার পদধ্বনি-সতর্কতা জারি রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশু খুন রংপুর সহ ৪৮ জেলায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ভাতা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের সিন্ডিকেট, এবার নবজাতকের মৃত্যু! মিঠাপুকুরের ঐতিহাসিক পুকুরটি লিজ প্রদানে অনিয়মের অভিযোগ গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার ইসরায়েলের হামলার নিন্দা, কাতারে এক হচ্ছেন আরব-মুসলিম নেতারা

যে ভুলের কারণে হারাতে পারেন ফেসবুকের মনিটাইজেশন

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পাঠ করা হয়েছে
ছবি- সংগ্রহীত

অনলাইন ডেস্ক:

ফেসবুকে অন্যের তৈরি কনটেন্ট নকল করে নিয়মিত পোস্ট করা ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে মেটা। মূল নির্মাতাদের কনটেন্টের স্বীকৃতি নিশ্চিত করা এবং স্প্যাম কমাতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে, যারা অনুমতি ছাড়াই অন্যের তৈরি ভিডিও, ছবি বা লেখা হুবহু নকল করে নিজেদের নামে পোস্ট করেন, তাদের ফেসবুকের আয় করার সুযোগ— অর্থাৎ মনিটাইজেশন প্রোগ্রাম থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে এসব অ্যাকাউন্টের পোস্টের নাগাল বা ‘রিচ’ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে।

মেটার তথ্যমতে, প্রায়ই দেখা যায় একই ভিডিও, মিম বা লেখা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বারবার পোস্ট করা হচ্ছে, যা অনেক সময় মূল নির্মাতার অনুমতি ছাড়াই প্রচারিত হয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা একঘেয়ে হয়ে যায় এবং নতুন ও সৃজনশীল নির্মাতাদের পক্ষে প্ল্যাটফর্মে জায়গা করে নেওয়া কঠিন হয়ে পড়ে।

মেটা জানিয়েছে, ফেসবুকের অ্যালগরিদম যখন বুঝতে পারে যে কোনো কনটেন্ট নকল বা পূর্বে অন্যের দ্বারা প্রকাশিত, তখন সেই পোস্টগুলোর রিচ কমিয়ে দেওয়া হয়। এতে নকল কনটেন্ট জনপ্রিয়তা হারায় এবং মূল নির্মাতারা তাদের কনটেন্টের যথাযথ স্বীকৃতি পান।

মূল নির্মাতাদের স্বীকৃতি নিশ্চিত করতে মেটা কিছু পরীক্ষামূলক ফিচার চালু করেছে। এর আওতায় কোনো ভিডিও যদি নকল হয়, তবে সেটির সঙ্গে মূল ভিডিওর লিংক যুক্ত থাকবে, যাতে দর্শকরা সহজেই মূল কনটেন্টে পৌঁছাতে পারেন।

তবে যারা অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে নিজস্ব ব্যাখ্যা, মতামত, ভয়েসওভার বা বিশ্লেষণ যুক্ত করেন, তাদের ওপর এই কঠোর নীতিমালা প্রযোজ্য হবে না। বরং অর্থবহ সম্পাদনা ও নিজস্ব উপস্থাপনার মাধ্যমে কনটেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে মেটা। সূত্র : দ্য ভার্জ।

এম কন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com