স্টাফ রিপোর্টারঃ
পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞার প্রতিবাদে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার সামগ্রিক অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীর মাঝে হতাশা সৃষ্টি করবে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সিদ্ধান্তটি বাতিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
এম কন্ঠ/এস/২০২৫
Leave a Reply