ইসলামিক ডেস্ক:
আগুন বিপজ্জনক ও অপ্রত্যাশিত দুর্যোগ, যা মুহূর্তেই প্রাণ ও সম্পদের অপূরণীয় ক্ষতি করতে পারে। আগুন লাগলে কেবল দৌড়াদৌড়ি বা আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, কার্যকর পদক্ষেপ ও সর্বোপরি আল্লাহর স্মরণ।
আগুন লাগলে কী করবেন?
আগুন দেখা মাত্র আশপাশের মানুষদের সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আল্লাহর প্রতি ভরসা রেখে মাসনুন দোয়া ও আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগুন নেভাতে যা বলা হয়েছে হাদিসে
হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বর্ণনা করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন- যখন তোমরা কোথাও আগুন দেখতে পাও, তখন জোরে জোরে ‘আল্লাহু আকবার’ বলো। কারণ উচ্চস্বরে তাকবির দিলে আগুন নিভে যেতে পারে।
তাকবির:
আল্লাহু আকবার
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
ইমাম ইবনে তাইমিয়াও বলেন, যত বড়ই আগুন হোক না কেন, তাকবির দিলে তা নিভে যেতে পারে। আর আজান দিলে শয়তান পালায়।
পবিত্র কোরআনে আগুন নিস্তেজ করার অলৌকিক দোয়া উল্লেখ আছে, যা আল্লাহ তায়ালা ইবরাহিম (আ.)-এর জন্য বলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়।
ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইবরাহীম। অর্থ: হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শান্ত ও নিরাপদ হয়ে যাও। (সূরা আম্বিয়া: ৬৯)
এই আয়াতটি আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ বলে আলেমগণ উল্লেখ করেছেন।
এম কন্ঠ/এস/২০২৫
Leave a Reply