
স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালুয়া মাসিমপুর ও পায়রাবন্দ ইউনিয়ন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর তেলিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাজ্জাদুর রহমান (২৫) এক দিন আগে নিখোঁজ হয়। এরপর তার পরিবারের স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তার বাড়ি থেকে একটু দূরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে মিঠাপুকুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। এসময় সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
অপরদিকে দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত আজিজার রহমানের ছেলে। তার স্বজনরা জানান, গতরাতে একসাথে খাবার খেয়ে নিজের শয়নঘরে ঘুমিয়ে পড়েন আব্দুল মান্নান। সকালে তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ছেলেরা ঘরে গিয়ে মান্নানকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, সাজ্জাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মান্নানের ঘটনায় পরিবার কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।
এম কন্ঠ/এস
Leave a Reply