1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

বেরোবিতে এআই ব্যবহার ও সম্ভাবনা নিয়ে কর্মশালা

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পাঠ করা হয়েছে
ছবি -এআই ব্যবহার ও সম্ভাবনা নিয়ে কর্মশালা
পারভেজ হাসান. বেরোবি প্রতিবেদক।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১১ নভেম্বর) বেরোবির একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।তিনি বক্তব্যে বলেন, “প্রযুক্তির দ্রুত অগ্রগতির এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান অর্জন ও তার সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে যারা প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে, তারাই বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখবে।” 
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও মানবকল্যাণে উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ। তিনি একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার, এর সুবিধা, নৈতিক বিবেচনা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও মো. সজিব মিয়া।
এম কন্ঠ/পারভেজ 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com