
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশের পোশাক বদলে যাচ্ছে। নতুন পোশাক ‘আয়রন গ্রে’ রঙের। গত নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা নতুন এই পোশাক পরিধান শুরু করেছেন। পুলিশের নতুন পোশাক (ইউনিফর্ম) চালুর প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেউ প্রশংসা করেছেন নতুন রং ও ডিজাইনকে, আবার অনেকেই জানিয়েছেন অসন্তোষ।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এএইচএম শাহাদাত হোসাইন বলেন, সব মহানগর ইউনিটে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। জেলা ও রেঞ্জ পুলিশেও পর্যায়ক্রমে দেওয়া হবে। অন্যদিকে এপিবিএন ও এসপিবিএন আগের ইউনিফর্মেই থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও নতুন এই পোশাক ব্যবহার করবে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ বাহিনীর সংস্কার দাবিতে নতুন পোশাকের বিষয়টি উঠে আসে। পরে অন্তর্বর্তী সরকার পোশাক ও লোগো পরিবর্তনের অনুমোদন দেয়। ১০ সদস্যের কমিটি বিভিন্ন দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল শেষে পাঁচটি রঙের মধ্য থেকে ‘আয়রন গ্রে’ রং চূড়ান্ত হয়।
এদিকে নতুন পোশাক পরে অনেক পুলিশ সদস্য ছবি পোস্ট করেছেন, আর নেটিজেনরাও কমেন্ট বক্সে মতামত প্রকাশ করেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেন, ‘পোশাকের দোষ নয়, সমস্যা ছিল ব্যক্তিত্বে—সেটা আগে ঠিক করা উচিত।’ আরেকজনের মত, ‘নতুন পোশাকটি ইউরোপীয় লুক এনে দিয়েছে।’
এম কন্ঠ/এস
Leave a Reply